প্রকাশিত: Fri, Oct 20, 2023 10:09 PM
আপডেট: Tue, Apr 29, 2025 4:17 AM

[১]বিশ্বকাপে উদ্বোধনী জুটির দ্বিতীয় সর্বোচ্চ রান ওয়ার্নার ও মার্শের

সাঈদুর রহমান: [২] বিশ^কাপের ১৭তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে রেকর্ড ভাঙার রেস শুরু করেন দুই অজি ওপেনার। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২৫৯ রান তোলেন দুই অজি ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। যা বিশ^কাপ ইতিহাসে ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ। তাদের জুটিতে ভর করে পাকিস্তানকে ৩৬৮ রানের পাহাড় সমান লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। 

[৩] প্রথম স্থানে রয়েছে ২০১১ বিশ^কাপে জিম্বাবুয়ের বিপক্ষে করা শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ওপেনার উপুল থারাঙ্গার ২৮২ রানের ইনিংস। এছাড়াও তৃতীয় স্থানে রয়েছে এই দুই লঙ্কান ওপেনারের ইংল্যান্ডের বিপক্ষে করা অপরাজিত ২৩১ রান। 

[৪] এছাড়াও পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ৮২ রান তুলে একটি রেকর্ড ভাঙেন। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ১০ ওভারে ৮০ রানের কীর্তিকে পেছনে ফেলেন দুজন। ২৭তম ওভারে তারা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েন। 

[৫] ২০১১ সালে একই ভেন্যুতে কানাডার বিপক্ষে শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিনের ১৮৩ রানের রেকর্ড ভেঙে ফেলেন মার্শ-ওয়ার্নার। যে কোনও উইকেটে বিশ্বকাপের সর্বোচ্চ জুটি গড়ার পথে ছিলেন তারা। কিন্তু ২ রানের জন্য ভাঙতে পারেননি। ২৫৯ রানে দুজন বিচ্ছিন্ন হয়ে যান। শাহীন শাহ আফ্রিদি মার্শকে থামান ১২১ রানে।

[৬] বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যে কোনও উইকেটে সর্বোচ্চ জুটি ২৬০ রানের। ওয়ার্নার ও স্টিভ স্মিথ ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে এই রান তোলেন। অবশ্য যে কোনও উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়ে ফেলেছেন ওয়ার্নার ও মার্শ, পেছনে ফেলেছেন ২০০৩ সালে রিকি পন্টিং ও ড্যামিয়েন মার্টিনের ২৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিকে। সম্পাদনা: এল আর বাদল